Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২৩

ইতিহাস

পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয় কাউন্সিলিং এর মাধ্যমে। পরবর্তীতে মা ও শিশু স্বাস্থ্য ভিত্তিক পরিবার পরিকল্পনা কার্যক্রম সরকার হাতে নেয়। সে লক্ষ্যে প্রথমে লেডি হেলথ ভিজিটর পদ সৃষ্টি করে ২ (দুই) বৎসরের ট্রেনিং ব্যবস্থা করা হয়। পরবর্তীতে পদবী পরিবর্তন করে এফ ডব্লিউ ভি করা হয় ও ১৮ মাসের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। এফ ডব্লিউ ভিদের প্রশিক্ষণের জন্য মূলত FWVTI প্রতিষ্ঠিত হয়। দিনাজপুরে ১৯৭৬ সালে বাড়ী ভাড়া করে দুই জায়গায় ২টি হোস্টেলে (বালুবাড়ী ও ষষ্ঠীতলা) এফ ডব্লিউ ভি প্রশিক্ষণার্থীদের থাকার ব্যবস্থা এবং আইন কলেজ মোড়ে বালুবাড়ী অফিস ও একাডেমিক ভবন ভাড়া করে প্রশিক্ষণ চালু করা হয়। ১৯৭৯ সালে অফিস, হোস্টেল, স্টাফ কোয়াটার, অধ্যক্ষ বাস ভবন, গ্যারেজ, মহারাজার বাড়ীর সামনে তিন একর জায়গায় উপর নির্মাণ কাজ শুরু করেন। ১৯৮২ সালে মহারাজার বাড়ীর সামনে এফ ডব্লিউ ভি প্রশিক্ষণের এবং পূনঃ প্রশিক্ষণের ও অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে এই দিনাজপুর পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠান হিসাবে স্থানীয় ভাবে তিন একর জায়গার উপর স্থাপিত ও স্থানান্তরিত হয়। ২০১৯ সালে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষ্যে FWVTI(Family welfare visitor’s Training Institute) নাম পরিবর্তন করে RPTI(Regional Population training Institute) করা হয় । 

প্রতিষ্ঠানটি জেলা শহর থেকে তিন কিলোমিটার দুরে মনোরম পরিবেশে পৌর সভার শেষ প্রান্তে অবস্থিত। এর পূর্ণাঙ্গ ঠিকানা আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজবাটী, দিনাজপুর। রাজবাটী পোস্ট কোড নং- ৫২০১ ।