গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট(NIPORT)
আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট(RPTI)
রাজবাঢী, দিনাজপুর।
সেবা প্রদান প্রতিশ্রুতি
১। |
রূপকল্প (Vision) ও অভিলক্ষ্য (Mision): |
১.১ |
রূপকল্প (Vision): ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টরে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান ও গবেষণা পরিচালনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান (Centre of excellence) হিসেবে নিপোর্টকে গড়ে তোলা। |
১.২ |
অভিলক্ষ্য (Mision): গুণগত মানের উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে ও চাহিদা ভিত্তিক গবেষণা পরিচালনা করে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচির উন্নয়ন ঘটিয়ে দেশের জনসংখ্যাকে সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করা। |
২। প্রদেয় সেবাসমূহ
২.১ নাগরিক সেবা
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী (নাম, পদবি) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১ |
শ্রেণিকক্ষ ভাড়া প্রদান |
আবেদন সাপেক্ষে |
আবেদনপত্র |
৩,০০০ টাকা(প্রতিদিন) (নগদ বা চেকের মাধ্যমে |
µ
|
মো:আব্দুছ ছাত্তার ভুঞাঁ প্রধান সহকারী
|
২ |
হলরুম ভাড়া প্রদান |
আবেদন সাপেক্ষে |
আবেদনপত্র |
৫,০০০ টাকা(প্রতিদিন) (নগদ বা চেকের মাধ্যমে |
µ
|
মো:আব্দুছ ছাত্তার ভুঞাঁ প্রধান সহকারী
|
৩ |
হোস্টেল কক্ষ ভাড়া |
আবেদন সাপেক্ষে |
আবেদনপত্র |
১৫০ টাকা(প্রতিদিন) (নগদ বা চেকের মাধ্যমে |
µ
|
মো. হেলাল উদ্দিন হাউজ কিপার |
৪ |
কাগজ পত্র সত্যায়ন |
আবেদন সাপেক্ষে |
আবেদনপত্র |
বিনামূল্যে |
µ
|
অধ্যক্ষ
|
২.২ প্রতিষ্ঠানিক সেবা
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১ |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসূচি ব্যবস্থাপকদের বিভিন্ন মেয়াদে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি বিষয়ক বিভিন্ন আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণ প্রদান |
সরাসরি/ অনলাইন |
মনোনয়ন পত্র, জাতীয় পরিচয়পত্র ও ছাড়পত্র |
বিনামূল্যে |
০৫কর্মদিবস/১০কর্মদিবস/১৮মাস |
অধ্যক্ষ
|
২.৩ আভ্যন্তরীণ সেবা
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১ |
আরপিটিআই, দিনাজপুরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি মঞ্জুর |
সরাসরি |
আবেদন ও চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র |
বিনামূল্যে |
০১-৩০ দিন
|
অধ্যক্ষ
|
২ |
আরপিটিআই, দিনাজপুরের কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ভবিষ্যত তহবিল মঞ্জুরী |
সরাসরি |
আবেদন ও চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র |
বিনামূল্যে |
০১-৩০ দিন
|
অধ্যক্ষ
|
৩ |
আরপিটিআই, দিনাজপুরের কর্মকর্তা-কর্মচারীদের পেনশন মঞ্জুরী আদেশের অগ্রায়ন প্রদান |
সরাসরি |
আবেদন ও চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র |
বিনামূল্যে |
০১-৩০ দিন
|
অধ্যক্ষ
|
৪ |
আরপিটিআই, দিনাজপুরের কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন প্রদান |
সরাসরি |
পূরণকৃত এসিআর ফর্ম |
বিনামূল্যে |
০১-৩০ দিন
|
অধ্যক্ষ
|
প্রকাশের তারিখ: March, 2024